রাতের আঁধারে পুরে দিলো ‘বাউল শিল্পী রণেশ ঠাকুরের ঘর’ |
রাতের আঁধারে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বাউল শিল্পী রণেশ ঠাকুরের সঙ্গীত চর্চা ঘর। বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের শিষ্য বাউল রণেশ ঠাকুরের ঘরটি রবিবার রাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল উজানধল গ্রামে নিজের বাড়িতে তিনি সঙ্গীত চর্চা করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এ শিষ্য।
রোববার মধ্যরাতে তার গানের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রণেশ ঠাকুরের অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আগুন লাগিয়ে পুরো ঘর ভস্মিভূত করে ফেলেছে। এই করোনা পরিস্থিতিতেও মানুষের হিংসা-বিদ্বেষ ভাবা যায় না। বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের ছেলে নূর জালাল জানান - গত ৪০ বছরের সাধনায় লেখা গান, গানের বইপত্র এবং সঙ্গীতচর্চার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, দোষীদের অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক।
পুলিশ প্রাথমিক ভাবে সত্যতা নিশ্চিত করেছেন এবং দোষীদের অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার আশ্বস করেছেন।
পুলিশ প্রাথমিক ভাবে সত্যতা নিশ্চিত করেছেন এবং দোষীদের অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার আশ্বস করেছেন।
Post a Comment