B

জুমের সঙ্গে প্রতিযোগিতায় এলো দেশি অ্যাপ ‘বৈঠক’


জুমের সঙ্গে প্রতিযোগিতা করতে চলে এলো দেশি অ্যাপ ‘বৈঠক’

 

সূত্রঃ- দেশীয় প্রোগ্রামারদের তৈরি করা ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘বৈঠক’ পরীক্ষামূলকভাবে চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়। জুমের সঙ্গে প্রতিযোগিতার আশা।

এই ভিডিও কনফারেন্সিং অ্যাপটি তথ্যপ্রযুক্তি বিভাগের প্রোগ্রামারা তৈরি করেছেন বলে জানিয়েছেন। রোববার পরীক্ষামূলকভাবে ‘বৈঠক’ অ্যাপটি চালু করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই অ্যাপেই এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাপটির শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে পলক জানান, শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবহার করলেও এরপর সরকারি অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ ব্যবহার করবে। শেষে সবার জন্য উম্মুক্ত করা হবে। 

পররাষ্ট্রমন্ত্রী অ্যাপটি উদ্বোধনকালে মন্তব্য করে বলেন, ‘বৈঠকের’ মাধ্যমে জুমসহ অন্যান্য অ্যাপের ওপর নির্ভরতা কাটিয়ে ওঠা যাবে। ডেটা সিকিউরিটি নিয়ে সব সময় সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজকর্ম সঠিকভাবে এগিয়ে নিতে এবং সার্বিক যোগাযোগ আরও গতিসীল করতে প্লাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যাপটি জুম, ওয়েবেক্স, টিমজের মতো বৈশ্বিক অ্যাপের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তোলার কথা উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, অ্যাপটি হোস্ট করা হয়েছে নিজস্ব ন্যাশনাল ডাটা সেন্টারে। ফলে বৈঠকে যে ভিডিও, তথ্য শেয়ার করা হবে সব কিছুই বাংলাদেশেই থাকবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের বাস্তবতা ও প্রয়োজনীয়তা যথাযথভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, অ্যাপটির বেটা ভার্সন ব্যবহারের মাধ্যমে যে সকল পরামর্শ পাওয়া যাবে সেগুলোকে অন্তর্ভুক্ত করে ‘বৈঠক’ ভিডিও কনফারেন্সিং অ্যাপ সকলের জন্য উন্মুক্ত করা হবে। 

অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপটির প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীর কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস হতে ভিডিও ও অডিও এনক্রিপটেড অবস্থায় সার্ভারে প্রেরণ করা হয় এবং তা এনক্রিপটেড অবস্থায় অন্যান্য সংযুক্ত ব্যবহারকারীর কম্পিউটারে ডিক্রিপ্ট করা হয়। ফলে ম্যান ইন দ্যা মিডল আক্রমনের মাধ্যমে তথ্য চুরি বা আড়িপাতা সম্ভব নয়।তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহি পরিচালক পার্থপ্রতিম দেব ও অন্যান্য।


#kbtechbd

Post a Comment

0 Comments